Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৭:৪৩

মুন্সীগঞ্জ: সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন রোধে করণীয় নিয়ে মুন্সীগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে সেনাবাহিনী।

শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা সার্কিট হাউজে মুন্সীগঞ্জের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা লে. কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেনের নেতৃত্বে এই সভা হয়। এতে জেলার ছয়টি উপজেলা থেকে ৪৫ জন হিন্দু ও অনান্য ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

সেনা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লসের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো. রিফাত রহমান।

সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সঙ্গে তাদের ব্যক্তিগত নিরাপত্তা, উপাসনালয়ের নিরাপত্তা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করে নজরদারি বৃদ্ধির ওপর জোরারোপ করেন।

এসময় অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, অভিজিৎ দাস ববি, অনক কুমার মিত্র, অ্যাডভোকেট সঞ্জীব কুমার মন্ডল, বলরাম বাহাদুর, তাপস কুমার দাস, গোবিন্দ দাস পোদ্দার, নিতাই চন্দ্র দাস, রণজিৎ চন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর