Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে একরাতে ২ খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৭:৩৩

যশোর: যশোরে একরাতে দুই খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ আগস্ট) সদরের চুড়ামনকাটি ও বাহাদুরপুরে এই ঘটনা ঘটে। এদিন রাত ১১টার দিকে চুড়ামনকাটির বাদিয়াটোলা গ্রামে মাথায় গুলি করে মেহের আলী (৪৫) নামে এক প্রবাসীকে হত্যা করে দুবৃর্ত্তরা।

নিহত মেহের আলী ঐ এলাকার আব্দুল মালেক মন্ডলের ছেলে। তিনি গত ২৬ জুলাই কুয়েত থেকে দেশে ফেরেন। বিদেশ যাওয়ার আগে তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

স্বজনদের দাবি, চাঁদাবাজি ও রাজনৈতিক কোন্দলে এই খুনের ঘটনা ঘটেছে।

একই রাতে যশোর সদরের বাহাদুরপুর আড়পাড়ায় জাহাঙ্গীর আলম মিঠু (৩২) নামে আরেকজন খুন হন। তিনি বছর দুয়েক আগে বাড়িতে এসে টাইলস্ মিস্ত্রির কাজ করতেন। মিঠু ওই এলাকার মোদাচ্ছের আলীর ছেলে।

স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মিঠুকে তার বন্ধুরা চা খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরে শনিবার সকাল ৬টার দিকে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী তার লাশ দেখতে পান। তার গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানান তারা।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হত্যার কারণ ও খুনিদের সনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযান চলছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর