Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিকুলাম নয়, কর্মশালা স্থগিত হয়েছে: এনসিটিবি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৭:২১

ঢাকা: শিক্ষাক্রমে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে যে খবর বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। শনিবার (১০ আগস্ট) বিকেলে তিনি জানিয়েছেন, কারিকুলাম স্থগিতের সংবাদ সত্য নয়, মূলত একটা কর্মশালা স্থগিত করা হয়েছে।

অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘নতুন কারিকুলাম স্থগিত করার এখতিয়ার এনসিটিবির নেই। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বগুড়ায় আমাদের একটি প্রশিক্ষণ কর্মশালা হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। নতুন কারিকুলাম স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল সরকার। এ সিদ্ধান্ত এনসিটিবি নিতে পারে না। গণমাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সঠিক নয়।’

বিজ্ঞাপন

যে কর্মশালা স্থগিত করা হয়েছে, সেটি শিক্ষকদের প্রশিক্ষণ ছিল কি না- জানতে চাইলে অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘কর্মশালাটি মূলত নতুন কারিকুলামের বই লেখা, সম্পাদনাসহ বিভিন্ন বিষয়ের ওপর হওয়ার কথা ছিল। আমরা আপাতত সেটি করছি না।’

এর আগে, শনিবার দুপুর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে নতুন কারিকুলাম স্থগিতের খবর প্রকাশ হচ্ছিলো।

সারাবাংলা/জেআর/এমও

এনসিটিবি চেয়ারম্যান কর্মশালা স্থগিত কারিকুলাম গণমাধ্যম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর