চবির প্রক্টরিয়াল বডিসহ ৩ হল প্রভোস্টের পদত্যাগ
১০ আগস্ট ২০২৪ ১৫:৫২ | আপডেট: ১০ আগস্ট ২০২৪ ১৭:৪৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিসহ তিনটি আবাসিক হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগষ্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ করা তিন হল প্রভোস্ট হলেন- আলাওল হলের সৃজিত কুমার দত্ত, এ এফ রহমান হলের আলী আরশাদ এবং সোহরাওয়ার্দী হলের শেখ সাদি।
জানতে চাইলে চবি প্রক্টর অহিদুল আলম সারাবাংলাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। চলামান পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে পদত্যাগ করেছি।’
শুক্রবার (৯ আগষ্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চবির সমন্বয়করা উপাচার্য, দুই উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও হলের প্রভোস্টদের পদত্যাগে দাবিতে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় নীরব ভূমিকা পালন করেছে চবি প্রশাসন। এছাড়া বন্ধ হলে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করলেও হল কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
পরে বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় প্রশাসনিক ভবন, প্রক্টর অফিস ও উপাচার্যের কার্যালয়ে তালা দেন আন্দোলনকারীরা।
সারাবাংলা/এমআর/এনইউ