চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
১০ আগস্ট ২০২৪ ১৬:২৪
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাত সন্দেহে রায়হান আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১০ আগস্ট) গভীর রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরাপুর-ভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান আলী, শেরপুর ভান্ডারের রাজিবুল হকের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল দেবনাথ জানান, রাত ১২ টার পরে স্থানীয়রা ডাকাত সন্দেহে অন্ধকারের মধ্যে রায়হানকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
তিনি আরও জানান, কয়েকদিন আগে এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় মোটরসাইকেলসহ দামি জিনিসপত্র নিয়ে যায় ডাকাতরা। ওই ডাকাতির ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দুর্লভপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মো শাহজালাল আলী জানান, রায়হানকে গণপিটুনি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।
সারাবাংলা/এনইউ