পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য
১০ আগস্ট ২০২৪ ১৫:৩১ | আপডেট: ১০ আগস্ট ২০২৪ ১৭:৪৭
ঢাকা: পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগের পর এবার পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
উপাচার্যের সঙ্গে পদত্যাগ পত্র জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তত সাতটি আবাসিক হলের প্রাধ্যক্ষরা।
শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশচন্দ্র বাছার এই তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্যের সঙ্গে পদত্যাগ করা সাতটি হলের প্রাধ্যক্ষরা হলেন—রোকেয়া হলের ড. নিলুফার পারভীন, শামসুন নাহার হলের ড. লাফিফা জামাল, বিজয় একাত্তর হলের অধ্যাপক ড. আব্দুল বাছির, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অধ্যাপক ড. আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ড. বিল্লাল হোসেন,
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ড. আব্দুর রহিম, স্যার সলিমুল্লাহ মুসলিম হলের অধ্যাপক ড. ইকবাল রউফ মামুন পদত্যাগ করেছেন।
এছাড়া শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের চারজন হাউজ টিউটরও পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
সারাবাংলা/আরআইআর/একে
সারাবাংলা/আরআইআর/একে