Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৩:৪৬ | আপডেট: ১০ আগস্ট ২০২৪ ১৫:২০

ঢাকা : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করবেন।

শনিবার ( ১০ আগস্ট) প্রধান বিচারপতি ওবায়দুল হাসান একাধিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়।

শনিবার বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ছাত্র-জনতার যে গণবিপ্লব সংঘটিত হয়েছে সেটিকে বিতর্কিত করার নানা প্রচেষ্টা চলছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যু করার প্রচেষ্টা দেখেছি। মিলিটারি ক্যু, এডমিনিস্ট্রেটিভ ক্যু এবং আজকে জুডিশিয়ারি ক্যু করার প্রচেষ্টা চালানো হয়েছে।’

তিনি বলেন, ‘দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ না করলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো। আমরা প্রধান বিচারপতিসহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করব। দলবাজ বিচারপতিদের সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের মূল উৎপাটন করা হবে।’

ছাত্র-জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা রাজপথ দখল করুন। আপনাদের পার্শ্ববর্তী জেলা কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ঘেরাও করুন। যতক্ষণ পর্যন্ত প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা পদত্যাগ না করছে, জুডিশিয়ারি ক্যু করার ষড়যন্ত্র যতক্ষণ না তারা প্রত্যাহার করছেন ততক্ষণ পর্যন্ত ছাত্র-জনতা রাজপথে থাকবে।

বিজ্ঞাপন

এদিকে প্রধান বিচারপতিসহ অন্যান্যদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট অঙ্গনে আন্দোনকারী শিক্ষার্থীদের ঢল নামে। বেলা ১১টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেন ছাত্ররা। সেখানে তারা বিভিন্ন রকম স্লোগান দেওয়া শুরু করে।

এর আগে, সকাল ১০টা ২০ মিনিট থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে শতাধিক আইনজীবী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্টের মূলভবনসহ আপিল বিভাগের এলাকা প্রদক্ষিণ করেন।

মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার প্রমুখ।

এদিকে সকালে সব বিচারপতির অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়। জানা যায়, বর্তমান পরিস্থিতিতে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০ টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি।

এর আগে বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি ও ফুলকোর্ট সভা বন্ধের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ।

এর আগে, গত ৮ আগস্ট রাতে সুপ্রিম কোর্টের অভিমত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা শপথ গ্রহণ করে।

সারাবাংলা/কেআইএফ/জিএস/একে

পদত্যাগ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর