গভর্নর রউফ তালুকদারের পদত্যাগ
স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ২১:৪৬ | আপডেট: ১০ আগস্ট ২০২৪ ০০:৪৩
৯ আগস্ট ২০২৪ ২১:৪৬ | আপডেট: ১০ আগস্ট ২০২৪ ০০:৪৩
ঢাকা : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, শুক্রবার বেলা তিনটার দিকে গভর্নর তাঁর এক পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন।
এ বিষয়ে আব্দুর রউফ তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
সারাবাংলা/জিএস/একে