Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টের অভিমত নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ২০:৫০ | আপডেট: ৯ আগস্ট ২০২৪ ২৩:০৪

ফাইল ছবি

ঢাকা: শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। এরপর সংসদ না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় কি না, এ বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে অভিমত চেয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে অন্তবর্তীকালীন সরকার গঠনের পক্ষে মতামত দিয়েছেন সুপ্রিম কোর্ট।

গতকাল (৮ আগস্ট) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দিয়ে রুলিং ইস্যু করেন।

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে বলেন, ‘সংসদ না থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে।’

এরপর গতকাল (৮ আগস্ট) আপিল বিভাগের এই মতামত পাওয়ার পর রাত ৯টার দিকে উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

শুক্রবার (৯ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. সফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন রাষ্ট্রপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে গতকাল (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয় সুপ্রিম কোর্টে। যেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়।

মতামত জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে Special Reference No.1/24 এর মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। এ রকম পরিস্থিতিতে রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে।’

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাগণকে নিযুক্ত করতে পারেন এবং প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাগণকে শপথ বাক্য পাঠ করাতে পারেন।

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর