Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক কারখানার নিরাপত্তায় আশুলিয়ায় সেনা টহল

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ২০:৩৫

ঢাকা: বর্তমান পরিস্থিতিতে শিল্প কারখানা, বিশেষ করে পোশাক শিল্প কারখানাগুলোতে সুষ্ঠ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী মাঠে নেমেছে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ আগস্ট) সেনাবাহিনীর একটি দল পোশাক শিল্প অধ্যুষিত আশুলিয়া এলাকায় পোশাক কারখানায় দিনব্যাপী টহল কার্যক্রম চালায়।

সেনাবাহিনীর দলটিতে ছিলেন কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, বিজিবিএম (বার), পিবিজিএম, এমফিল এবং সেনা কর্মকর্তারা । এ সময় সেনাবাহিনীর দলটির সঙ্গে ছিলেন বিজিএমইএ এর পরিচালক আসিফ আশরাফ, পরিচালক শোভন ইসলাম এবং আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা।

বিজ্ঞাপন

সকাল ১১টায় টহল কর্মসূচি শুরু হয় আশুলিয়ায় অবস্থিত হলিউড গার্মেন্টস এর সামনে থেকে।

টহল চলাকালে সেনাবাহিনীর দলটি নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কারখানাগুলো নিজস্ব উদ্যোগে কীভাবে ব্যবস্থা গ্রহণ করেছে, সেগুলো পর্যবেক্ষণ করেন। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কারখানাগুলোর কর্তৃপক্ষদের সঙ্গেও কথা বলেন সেনা সদস্যরা।

প্রসঙ্গত, উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক না হওয়া পর্যন্ত তৈরি পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়েছিল বিজিএমইএ।

সারাবাংলা/ইএইচটি/একে

পোশাক কারখানা সেনা টহল সেনাবাহিনী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর