Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সরকারের প্রথম দিনে কাঁচা বাজারে স্বস্তি, কমেছে দাম

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ১৮:৩৮

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের পর গতকাল শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সরকারের প্রথম দিন রাজধানীর কাঁচা বাজারে স্বস্তিভাব বিরাজ করছে। সপ্তাহ শেষে শুক্রবার (৯ আগস্ট) বেগুন, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল, ঢেঁড়স, পটলসহ বেশ কয়েকটি সবজির দাম কমেছে। তবে দাম বেড়েছে কাঁচা মরিচের।

শুক্রবার (২ আগস্ট) রাজধানীর আগারগাঁও, শ্যামলী ও কল্যাণপুরের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

এদিন রাজধানীর আগারগাঁওয়ের সবজি বিক্রেতা বিল্লাহ হোসেন সারাবাংলা বলেন, ‘আন্দোলনের পর বেগুনসহ কয়েকটি সবজির দাম কমেছে। এখন মধ্যসত্ত্বভোগীর সংখ্যা কমে গেছে। এ কারণে বাজারেও এর প্রভাব পড়তে শুরু করছে। এতে আমাদেরও ভালো ব্যবসা হচ্ছে।’

শ্যামলীর সবজি বিক্রেতা দুলাল মিয়া সারাবাংলাকে বলেন, ‘কোটা আন্দোলনের কারণে মাঝখানের কয়েক দিন শাক-সবজির সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়ে গিয়েছিল। এখন আন্দোলন থামছে। এ কারণে দামও কমতে শুরু করেছে। তবে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কাঁচা মরিচের দাম আবারও বেড়েছে। আজ কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৩০-৪০ টাকা বেড়ে ২৮০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

শুক্রবার শ্যামলীর কাঁচাবাজারে কথা হয় সামছুন্নাহার বেগম নামে এক বেসরকারি চাকরিজীবীর সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে চাঁদাবাজি বন্ধ ও ন্যায্য দরে পণ্য বিক্রির অনুরোধ জানিয়ে শিক্ষার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এ কারণে বেশির ভাগ শাক সবজির দাম কম। বাজার তদারকি এবং চাঁদাবাজি বন্ধে এভাবে প্রচারণা অব্যাহত থাকলে সারা বছর সবাই ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবে।’

বিজ্ঞাপন

বাজার ঘুরে দেখা যায়, এদিন বেগুনের দাম অর্ধেকে নেমে এসেছে। গত সপ্তাহে যে বেগুন ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ তা ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুলের দাম কিছুটা কমে ৪০-৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, পটল ৪০-৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

টমেটো ১৫০-১৬০ টাকা, করলা ৭০- ৮০ টাকা, উস্তা ৬০-৭০ টাকা, কাঁকরোল ৭০, শসা ৪০-৫০ টাকা, আলু ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

জালি কুমড়া (প্রতি পিস) ৫০-৬০ টাকা, পাতি লাউ (মাঝারি আকারের প্রতি পিস) ৫০-৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি আঁটি লাউশাক ও পুঁইশাক ৩০ টাকা আঁটি দরে বিক্রি হতে দেখা যায়। লেবু (মাঝারি আকারের) ২০ টাকা হালি বিক্রি হতে দেখা যায়।

বাজারে দেশি পেঁয়াজ ১১০-১২০ টাকা, রসুন ২৪০-২৫০ টাকা, আদা ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।


এদিন মাঝারি সাইজের তেলাপিয়া, পাঙাস, সিলভার কার্প ও চাষের কই কেজিপ্রতি ২২০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের রুই মাছ ৩২০-৩৬০ টাকা কেজি, পাবদা ৪৫০-৫০০ টাকা কেজি, সিং ৪৪০-৫০০ টাকা, গুলশা ৭৫০-৮০০ টাকা, টেংরা ৫৫০ টাকা, চিংড়ি (মাঝারি) ৭০০-৭৫০ টাকা কেজি দরে হতে দেখা যায়।

শুক্রবার ফার্মের লাল ডিম ১৫০ টাকা ডজন এবং ফার্মের মুরগির সাদা ডিম ১৪০-১৪৫ টাকা ডজন দরে, হাঁসের ডিম ৮০ টাকা হালি এবং কোয়েল পাখির ডিম ৫০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।

আজ ব্রয়লার মুরগির ১৮০-১৯০ টাকা, সোনালিকা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস গত সপ্তাহের মতোই কেজি প্রতি ৭২০-৭৫০ টাকা এবং খাসি ১০০০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে শাক সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বাজারভেদে কেজিপ্রতি ২০-৩০ টাকা পর্যন্ত কমবেশি হতে পারে।

সারাবাংলা/কেআইএফ/এমও

অন্তর্বর্তী সরকার কাঁচাবাজার নতুন সরকার সবজি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর