Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিনিধি পরিবর্তনের দাবিতে যমুনার সামনে নৃগোষ্ঠীর সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ১৮:১৬

ঢাকা: প্রতিনিধি পরিবর্তনের দাবি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এসেছিলেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। বাংলা, ইংরেজি ও বিভিন্ন পাহাড়ি আদিবাসী ভাষায় লেখা পোস্টার হাতে এসেছেন তারা। মেয়েরা অনেকে আদিবাসী পোশাক পরে এসেছেন।

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এ দৃশ্য দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে সকাল সাড়ে ১১টা থেকে যমুনার ভেতরে আলোচনা করছেন সদ্যনিযুক্ত উপদেষ্টারা। সেখানেই প্রধান উপদেষ্টার কাছে নিজেদের ক্ষোভ ও দাবি নিয়ে হাজির হয়েছেন পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা।

বিজ্ঞাপন

প্রথমে তারা দাঁড়িয়ে পোস্টার প্রদর্শন করেন। পরে গেটের সামনে গোল হয়ে বসে গিটার বাজিয়ে ও হাত তালি দিয়ে প্রতিবাদী গান করেন।

বান্দরবানের মারমা সম্প্রদায়ের সদস্য লা হ্লো হ্লাথোয়াইচিং সারাবাংলাকে বলেন, ‘আমরা আজ ড. ইউনূসের কাছে নির্দলীয়, নিরপেক্ষ প্রতিনিধির দাবি নিয়ে এসেছি। আমরা চাই পাহাড় ও সমতলের আদিবাসীদের জন্য ভালো হবে এমন কাউকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক।’

বান্দরবান থেকে আসা রেং ইয়ং ম্রো বলেন, ‘এখানে আমরা নির্দিষ্ট কোন সংগঠন থেকে আসিনি। আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী ছাত্র সমাজসহ নানা আদিবাসী সামাজিক সংগঠনের সদস্যরা এসেছেন। এখানে নানারকম প্রতীকী স্লোগান লিখে নিয়ে আসছি। ইউনূস স্যারের সঙ্গে কথা বলতে চাই।’

কী নিয়ে কথা বলবেন জানতে চাইলে বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন যে প্রগতিশীল সরকার আসছে সেই আন্দোলনে আমরা সঙ্গেই ছিলাম। কিন্তু উপদেষ্টা পরিষদে আদিবাসীদের প্রতিনিধি হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি আদিবাসীদের প্রতিনিধিত্ব করেন না। তিনি গত পনেরো বছর ধরে আমলা, চেয়ারম্যান আর রাষ্ট্রদূত ছিলেন। আমাদের সঙ্গে আলোচনা না করে আমাদের প্রতিনিধি নিয়োগে তো লাভ নাই। আমাদের সমস্যাগুলো সমাধান করবেন এবং আমাদের স্বার্থ দেখবেন এমন কাউকে চাই। যিনি পরিবর্তনে কাজ করবেন, পাহাড়ে শান্তি আনবেন এমন কাউকে চাই। জ্বী হুজুর, জ্বী স্যার করা হুকুম পালনকারী কাউকে চাই না।’

বিজ্ঞাপন

তাদের পোস্টারে লেখা আছে-

ইউনূস সাব, আঁরার গোস্বা অঁইয়ে;
আদিবাসী দিবসের উপহার,
পাপেট আমলা চমৎকার;
আদিবাসী ছাত্রসমাজ
আশাহত
মর্মাহত
ক্ষুব্ধ;
আলোচনা না করে প্রতিনিধি ঠিক করা আদিবাসীদের সাথে মশকরা;
Dr. Yunus! Who chose our representative;
আমাদের প্রতিনিধি সংস্কার চাই, পরিবর্তন চাই;
Dr. Yunus
We did not ask for a “YES SIR” Representative;
ইউনূস সাব আঁরার লই অন্যায় অঁইয়ে;
Dr. Younus! Hold off the post of our representative consult first;

পরবর্তীতে দিকে সাড়ে ৪টার দিকে দু’জন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নাহিদ ইসলাম বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। নাহিদ ইসলাম আদিবাসী সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের কথা প্রধান উপদেষ্টার কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

সারাবাংলা/আরএফ/এমও

ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃগোষ্ঠী প্রতিনিধি পরিবর্তন