Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্র পুনরুদ্ধার’ হলে দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

সারাবাংলা ডেস্ক
৯ আগস্ট ২০২৪ ১৬:২৮ | আপডেট: ৯ আগস্ট ২০২৪ ১৭:২২

ঢাকা: ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ হলে বাংলাদেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা— এমনটাই জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। এর আগে, অবশ্য তিনি জানিয়েছিলেন দেশে ফিরবেন না তার মা। খবর: বিবিসি।

পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে জয় বলেছেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে আমি আগে বলেছিলাম যে উনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরবে না। কিন্তু সারাদেশে আমাদের নেতা এবং দলীয় কর্মীদের ওপর লাগাতার হামলার পর গত দুদিনে অনেক কিছুই বদলে গিয়েছে।’

বিজ্ঞাপন

‘আমাদের জনগণকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার, সেই সবকিছুই করা হবে। ওদের (দলের নেতা ও কর্মীদের) একা ছাড়ব না।’

তাদের পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে সজীব ওয়াজেদ জোর দিয়ে জানিয়েছেন, শেখ মুজিবের পরিবারের সদস্যরা তাদের জনগণকে পরিত্যাগ করবে না এবং আওয়ামী লীগকেও এই পরিস্থিতিতে একলা ছেড়ে দেবে না।

‘আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল, তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনরুদ্ধার হলে উনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন’— যোগ করেন জয়।

গত পাঁচই আগস্ট সংকটময় পরিস্থিতিতে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আরও বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পেছনে পাকিস্তানের হাত থাকতে পারে। কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স (পরিস্থিতিগত প্রমাণ)-এর উপর ভিত্তি করে আমার সন্দেহ হচ্ছে এর পিছনে পাকিস্তানের আইএসআইয়ের হাত রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আন্দোলন এবং হামলা খুব ভালোভাবে পরিকল্পনা মাফিক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফৎ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইন্ধন যোগান হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার যা-ই করেছে তাকে নষ্ট করে দেওয়ার জন্য ওরা কাজ করেছে।’

সারাবাংলা/একে

জয় টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর