পশুশক্তির বিরুদ্ধে লড়েছি, সেরকম যেন না হই: আসিফ নজরুল
৮ আগস্ট ২০২৪ ২২:০৮ | আপডেট: ৯ আগস্ট ২০২৪ ০০:৩২
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলাম বলেছেন, আমাদের ক্রোধ সংবরণ করতে হবে। আইনগতভবে যারা দোষী আছেন তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সবাইকে আমি একটা বলি আগেও বলেছি, আবার বলি, যে পশুশক্তির বিরুদ্ধে লড়েছি, আমরা যেন সেই রকম হয়ে না যাই।
বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, ‘আজকের পর আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করা অনেক বড় চ্যালেঞ্জ। গত ১৬/১৭ বছরের যে দুঃশাসন, অনেক যন্ত্রণা অনেক ক্রোধ জমে ছিল। সেটি আউটব্রাস্ট হয়েছে। তারপরও এই আউটব্রাস্ট কোনোভাবেই যেন মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে তা সমর্থনযোগ্য না। অনেক পুলিশ সদস্য ও অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের আর্তনাদ শুনেছি এবং অনেক স্টোরি আছে যা আমি নিজে শুনেছি ও দেখেছি। এটি কোনোভাবেই প্রত্যাশিত না।’
তিনি বলেন, ‘আমাদের ক্রোধ সংবরণ করতে হবে। আইনগতভবে যারা দোষী আছেন তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সবাইকে আমি একটা বলি আগেও বলেছি, আবার বলি, যে পশু শক্তির বিরুদ্ধে লড়েছি, আমরা যেন সেই রকম হয়ে না যাই।’
আসিফ নজরুল আরও বলেন, ‘আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ এনে দিয়েছে, যে মহান একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে সেটার অর্জন এবং সেটির মাহাত্ম্য যেন ম্লান হয়ে না যায়- এটি সবাইকে মনে রাখতে হবে।’
সারাবাংলা/ইউজে/একে