Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যৌক্তিক সময়ে’ নির্বাচন চান শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া রাজনীতিবিদরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ১৯:৫৮ | আপডেট: ৮ আগস্ট ২০২৪ ২১:৫৬

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আমাদের আস্থা রয়েছে। আশা করি যৌক্তিক সময়ের মধ্যে আমরা নির্বাচন উপহার পাবো।

প্রধান উপদেষ্টার বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ড. ইউনূসকে জেলে ভরতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের কী লীলা তিনিই আজ প্রধান উপদেষ্টা।’

সাম্প্রতিক নৈরাজ্য সম্পর্কে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের ধরে এনে বিচার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে দেশের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য চলছিল। এখন সেই বৈষম্য দূর করার সময় এসেছে। আজ ১৭ বছর পর বঙ্গভবনে যাচ্ছি। এটা আমাদের জন্য বিরাট অর্জন।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চাই। তবে কিছু যৌক্তিক ব্যাপার আছে, সে কারণে কিছুটা সময় লাগতে পারে। আমাদের আমাদের লক্ষ্য উদ্দেশ্য ব্যাপক ও বিরাট। মূল লক্ষ্য হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ‘

নোমান বলেন, ‘আজকের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ বছর নির্যাতনের পর আমাদের নেত্রী মুক্ত, আমরা মুক্ত, আমরা ছাত্র ও জনগণকে ধন্যবাদ জানাই।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ফলে আজকে আমাদর এই বিজয়। তাদের আমরা অভিনন্দন জানাই। যে সব নৈরাজ্য চলছে তা বন্ধ করা আমাদের দাবি। সংস্কার করে আগামী বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় আমরা এগুচ্ছি।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদ্স্য শায়রুল কবির খান বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিন মাসের মধ্যে নির্বাচন চাইব। আগামী তিন মাসের মধ্যে নির্বাচনটি আমাদের প্রয়োজন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘উপদেষ্টারা মেধাবী। আশা করি তারা বুদ্ধিমত্তার পরিচয় দেবে।’

সারাবাংলা/একে

টপ নিউজ বঙ্গভবন শপথ অনুষ্ঠান রাজনীতিবিদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর