রাঙ্গামাটিতে আগুনে পুড়ল ৭ বসতঘর
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ১৯:২২
৮ আগস্ট ২০২৪ ১৯:২২
রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা শহরের টিএন্ডটি রায় বাহাদুর সড়ক আবাসিক এলাকায় অগ্নিকাণ্ড সাতটি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদারুল আলম জানান, ‘রাত ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। তবে পানির সমস্যা থাকায় আগুন নেভানো খুব কষ্ট হয়েছে। তারপরেও আমাদের নিজস্ব পানি দিয়ে ও ঘটনাস্থলের পাশের ছোট ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে আনুমানিক প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সারাবাংলা/এনইউ