Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার, স্থান পেয়েছেন ২ সমন্বয়ক

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ২২:০২ | আপডেট: ৯ আগস্ট ২০২৪ ০০:১৫

ঢাকা: আওয়ামী লীগ সরকারের বিদায়ের তিন দিন পর দেশ পরিচালনার জন্য ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা হিসেবে রয়েছেন ১৬ জন। এর মধ্যে দুজন রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, যারা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে সরকার পতনের এক দফা দাবিও আদায়ে অন্য সমন্বয়কদের সঙ্গে নেতৃত্বে ছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে শপথ নিয়েছে নতুন এই অন্তর্বর্তী সরকার। নিয়ম অনুযায়ী প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন ড. ইউনূস। পরে উপদেষ্টারা রাষ্ট্রপতর কাছ থেকে শপথ নেন।

অন্তর্বর্তী সরকারে যে ১৬ জন উপদেষ্টা স্থান পেয়েছেন তাদের পরিচিতি সংক্ষেপে তুলে ধরা হলো এখানে—

ড. সালেহ উদ্দিন আহমেদ। অর্থনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। কেন্দ্রীয় ব্যাংকের নবম গভর্নর। ড. ফখরুদ্দীন আহমদের মেয়াদ শেষ হলে ২০০৫ সালের ১ মে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, দায়িত্ব পালন করেন ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত।

ড. আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। লেখক, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট।

এ এফ হাসান আরিফ। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল।

আদিলুর রহমান খান। মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা ‘অধিকারে’র সাধারণ সম্পাদক।

মো. তৌহিদ হোসেন। সাবেক পররাষ্ট্র সচিব ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত।

সৈয়দা রেজওয়ানা হাসান। আইনজীবী ও পরিবেশ অধিকার কর্মী এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী প্রধান।

শারমীন মুরশিদ। নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়। চিকিৎসক ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক।

বীর প্রতীক ফারুক-ই-আজম। একাত্তরের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা। নৌ কমান্ডো ও অপারেশন জ্যাকপটের উপঅধিনায়ক।

বিজ্ঞাপন

ব্রিগেডিয়ার জেনারল (অব.) এম সাখাওয়াত হোসেন। সাবেক সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক। ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন।

সুপ্রদীপ চাকমা। সাবেক কূটনীতিক। মেক্সিকো ও ভিয়েতনামের সাবেক রাষ্ট্রদূত। ২০২৩ সালে ২৪ জুলাই থেকে সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত।

আ ফ ম খালিদ হাসান। সুন্নি দেওবন্দি আলেম। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা।

ফরিদা আখতার। লেখক, গবেষক, মানবাধিকার কর্মী। বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক।

নুরজাহান বেগম। গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরুর সময়কার একজন। এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক।

নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বঙ্গভবনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। ড. ইউনূসের শপথের পর তিনিই বাকি উপদেষ্টাদের নাম ঘোষণা করেন।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ১৬ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ নিয়েছেন ১৩ জন। ফারুক-ই-আজম, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি। তারা শিগগিরই শপথ নেবেন বলে জানা গেছে।

সারাবাংলা/টিআর

অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা টপ নিউজ ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বঙ্গভবন সরকারের শপথ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর