সকল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বদলি
৮ আগস্ট ২০২৪ ১৫:০৮ | আপডেট: ৮ আগস্ট ২০২৪ ১৬:৫৭
ঢাকা: মন্ত্রণালয়গুলোর জনসংযোগ কর্মকর্তাদের বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সেখানে নিজ নিজ দফতরে ওই কর্মকর্তাদের ফেরত পাঠানো হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ-১ শাখা থেকে জারি করা আদেশ জারি করা হয়।
উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে ৪২টি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের বদলীর নোটিশ দেওয়া হয়।
সেখানে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও দফতরে প্রধানরা পদত্যাগ করতে থাকেন। পদত্যাগ করেছেন বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, অ্যাটোর্নি জেনারেলও। সেই ধারাবাহিকতায় এবার মন্ত্রণালয়গুলোর জনসংযোগ কর্মকর্তাদের বদলির আদেশ হলো।
সারাবাংলা/জেআর/ইআ