Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিতর্কিত-দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি: বার সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ১৪:৪৩ | আপডেট: ৮ আগস্ট ২০২৪ ১৬:৩৬

ঢাকা: প্রধান বিচারপতিসহ বিতর্কিত-দলবাজ বিচারপতিদের দ্রুত পদত্যাগ দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। একইসঙ্গে রোববারের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন, আমরা এই দাবির সঙ্গে একমত। আজকের মধ্যে তাদের পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, যেসব বিচারপতি সততা ও সাহসিকতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করেছেন, তাদের ভয় নেই।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম ও ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

সারাবাংলা/কেআইএফ/ইআ

এ এম মাহবুব উদ্দিন খোকন পদত্যাগ দাবি বিচারপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর