Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মস্থলে ফিরতে শুরু করেছে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ১২:১৪ | আপডেট: ৮ আগস্ট ২০২৪ ১২:৫৭

ঢাকা: আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিনদিন পুলিশ স্টেশনগুলোতে যে শুন্যতা ছিল তা পূরণ হতে শুরু করেছে। এরইমধ্যে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরতে শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছিল। এর প্রেক্ষিতে যে সকল পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন তাদের গন্তব্যে পৌঁছাতে সর্বাত্মক সহযোগিতা করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা ও শিক্ষার্থীরা। এছাড়া, আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন।

বার্তায় আরও বলা হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।

এছাড়া, সে সকল পুলিশ সদস্য এখনো কর্মস্থলে ফেরেনি তাদের আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

সারাবাংলা/ইউজে/ইআ

কর্মস্থলে যোগদান টপ নিউজ পুলিশ সদর দফতর বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর