জগদল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা সংখ্যালঘুদের
৮ আগস্ট ২০২৪ ১১:১৯ | আপডেট: ৮ আগস্ট ২০২৪ ১৫:১০
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে প্রায় দুই হাজার সংখ্যালঘু। জগদল বিওপি’র বর্ডার গার্ড বিজিবিসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের প্রচেষ্টায় তাদের সীমান্ত থেকে তাদের ফিরিয়ে আনা হয়।
বুধবার (৭ আগষ্ট) দিনভর উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল এলাকার ৩৭৫ নম্বর সীমানা পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় বর্ডার এলাকা থেকে ফিরে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা জগদল বিজিবি ক্যাম্পের প্রধান ফটকের সামনে দলবদ্ধ হয়। পরে স্থানীয় প্রশাসন, ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতাদের আশ্বাসে তারা সন্ধ্যা ৭টার দিকে ঘরে ফিরে যান।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর রাণীশংকৈলে উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল ট্যামকাভিটা এলাকার আওয়ামী লীগ নেতা শিরিস ও তাপসের বাসায় হামলা চালায় বিক্ষুদ্ধ জনতা। এতে ওই দুই নেতার বাড়ির জিনিসপত্র ভেঙ্গে মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনার জেরে কাশিপুর ইউনিয়নসহ আশপাশ কয়েকটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক বিরাজ করে।
কাশিপুর ইউনিয়নের ঢোলপুকুর এলাকার বাসিন্দা শ্রী কমলা কান্ত বলেন, গত ৫ আগস্ট থেকেই বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা আমাদের সম্প্রদায়ের মানুষদের এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে।
নুনতোর হিন্দুপাড়ার বাসিন্দা সত্যজিত রায় ও বিনয় চন্দ্র সাহা বলেন, এলাকার নেতারা তাদের বাড়িসহ সব জায়গা-জমি দখন করে নেওয়ার হুমকি দিয়েছে। তাদের হুমকির কারণে হিন্দুপাড়ার বাসিন্দারা রাতে ঘুমাতে পারছেন না। এসব হুমকি আর অনিশ্চয়তার মধ্যে ভারতে প্রবেশের চেষ্টা করেন তারা।
স্থানীয়রা জানান, তাদের স্বাভাবিক চলাফেরা থেকে শুরু করে সব কাযর্ক্রম হুমকি-ধামকির কারণে স্থবির হয়ে পড়েছে। অনেকে এখনো বাড়ি ছাড়া।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে সবাইকে শান্ত করে বাড়িতে ফেরানো হয়েছে। সন্ধ্যা ৭টার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ওই পরিবারগুলোর জানমাল নিরাপত্তার জন্য এলাকায় বিজিবির সদস্যরা কাজ করছেন। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ ঘটনায় কেউ উসকে দিয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। যদি এমন প্রমাণ পাওয়া যায়, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলাবাহিনী।
সারাবাংলা/ইআ