Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ ছেড়ে পালানোর সময় বিজিবির হাতে আটক ৪

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ০৯:৫২ | আপডেট: ৮ আগস্ট ২০২৪ ০৯:৫৮

ঢাকা: সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ফলে ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি থেকে একজন, যশোরের বেনাপোল আইসিপি থেকে একজন এবং চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি থেকে দুই জনসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গায় আটক হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. রজব আলী ও তার সহযোগী নাজমুল হোসেন। যশোরের বেনাপোলে আটক হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের সুনীল হালদারের ছেলে সজীব হালদার। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে আটক হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের হিসাবরক্ষক কর্মকর্তা নিজামুল হোদা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ আগস্ট) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে কিছু দুর্নীতিবাজ ও দুস্কৃতিকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সে জন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে +৮৮০১৭৬৯-৬০০৬৮২ এবং +৮৮০১৭৬৯-৬২০৯৫৪ নাম্বারে ফোন করে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/ইআ

আটক টপ নিউজ বিজিবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর