সুপ্রিম কোর্টের বিচার কাজ স্থগিত ঘোষণা
স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ০৯:২০ | আপডেট: ৮ আগস্ট ২০২৪ ১৩:৪১
৮ আগস্ট ২০২৪ ০৯:২০ | আপডেট: ৮ আগস্ট ২০২৪ ১৩:৪১
ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বুধবার (৭ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অধিবেশন (বিচার কাজ) স্থগিত করেছেন।
এর আগে, বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আরেকটি বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচার কাজ সীমিত পরিসরে চলবে বলে জানানো হয়েছিল। তবে নতুন বিজ্ঞপ্তিতে আগের বিজ্ঞপ্তিটির কার্যকারিতা বাতিল করা হয়েছে বলে জানানো হয়।
সারাবাংলা/কেআইএফ/ইআ