Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাম প্রগতিশীলদের সঙ্গে আলোচনা না করায় গভীর উদ্বেগ সিপিবির

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ১৮:৫৭

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিলম্ব ও বাম প্রগতিশীলদের সঙ্গে আলোচনা না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার (৭ আগস্ট) সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিলম্ব এবং অদ্যাবধি বাম প্রগতিশীলদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। অথচ দেশবাসীর সামনে বলা হয়েছে যে, সব রাজনৈতিক দলের সঙ্গে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু বাম প্রগতিশীল দলের সঙ্গে কোনো আলোচনা না করার ফলে দেশবাসীর মধ্যে উৎকণ্ঠা ও শঙ্কা বৃদ্ধি পাচ্ছে।’

বিবৃতিতে নেতারা বলেন, ‘রাষ্ট্র জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুসহ জনগণের জান-মালের ওপর আঘাত হানা হচ্ছে। সেইসঙ্গে নতুন করে দখলদারিত্ব ও লুটপাটের ঘটনা ঘটছে।’

এমতাবস্থায় নেতারা অবিলম্বে রাষ্ট্রকে যথাযথ উদ্যোগ নিয়ে অতিসত্ত্বর অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

একইসঙ্গে কমিউনিস্ট পার্টির সদস্য, সমর্থক, বাম প্রগতিশীল শক্তিসহ স্থানীয় সচেতন, দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জান-মালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের আহ্বান জানান নেতারা।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর