Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহিংসতায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: সেনাপ্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ১৮:৫০ | আপডেট: ৭ আগস্ট ২০২৪ ২৩:৫১

ফাইল ছবি

ঢাকা : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এসব ঘটনার জন্য আমি দুঃখিত এবং বিব্রত। আমরা চেষ্টা করছি। কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সহিংসতার ঘটনায় যে বা যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, অনেক ধরনের গুজব চলছে। জনগণকে বলবো এসবে কান না দিতে। আমরা একটি চমৎকার পরিবেশ তৈরি করব। দয়া করে কেউ এসব গুজব ছড়াবেন না।

তিনি বলেন, পুলিশ সদস্যরা এখন কাজে নেই। এ কারণে শূন্যতা তৈরি হয়েছে। এটা তিন বাহিনী দিয়ে পুরোটা পুরণ করা সম্ভব না। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। নতুন পুলিশ প্রধান নিয়োগ করা হয়েছে। তিন বাহিনী সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে।

সেনাপ্রধান বলেন, আমরা সুন্দর একটি ভবিষ্যতে যেতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা তা করতে পারবো।

তিনি বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমাদের অনেক কাজ করতে হবে। একটু সময় দেন আমরা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসবে ইনশাআল্লাহ।

সারাবাংলা/জিএস/এনইউ

টপ নিউজ সেনাপ্রধান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর