Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শনা দিয়ে ভারত যাওয়ার পথে রাসিক ওয়ার্ড কাউন্সিলরসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ১৮:২৬

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলীকে (৫০) আটক করেছে বিজিবি। এ সময় তার সহযোগী নাজমুল হককেও (৩৪) আটক করা হয়।

বুধবার (৭ আগস্ট) দুপুরের পর ওই দু’জন দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রজব আলী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগেরও সভাপতি।

বিজ্ঞাপন

সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ দুজনকে আটক করা হয়েছে। তারা দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

 

সারাবাংলা/পিটিএম

আটক দর্শনা রাসিক কাউন্সিলর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর