Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ থেকে ৬ বছরের অনির্বাচিত সরকার চান না ভিপি নুর

ঢাবি করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ১৭:১৭ | আপডেট: ৭ আগস্ট ২০২৪ ২৩:৫১

নুরুল হক নুর, ফাইল ছবি

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তিন থেকে ছয় বছর যদি অনির্বাচিত সরকার থাকে, সেক্ষেত্রে দেশে কোনো গণতন্ত্রই থাকবে না। তখন অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

বুধবার (৭ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলন থেকে শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রীতি সমাবেশের ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা। সেখানে নানা মত ও পথের মানুষের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের আবেদন জানাবেন তারা।

এ সময় নুর বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস, নাকি তিন বছর, নাকি ছয় বছর হবে সেটা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক হবে। তবে মনে রাখা দরকার, একটি অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন থাকে তাহলে আগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া তাদের অনেকের তো রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতা নেই।’

তিনি এও বলেন, ‘ড. মুহম্মদ ইউনুস স্যারকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। তাকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তার লেভেলের লোক বর্তমান বাংলাদেশে নেই।’

তিন থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। এই মুহূর্তে আলোচনার মধ্য দিয়ে তিন থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে।’

শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে জানিয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে দেনদরবার চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনার বিচার করে এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে, জনগণের বিরুদ্ধে গিয়ে, গণহত্যা চালিয়ে কোনো ঘাতক সরকার রক্ষা পায়নি। একইসঙ্গে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের সম্পদ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের সম্পদ কেউ কিনবেন না। রাষ্ট্রীয়ভাবে সেগুলো নেওয়া হবে। সেগুলো নিলামে তুলে বিক্রয় করে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’

নুর বলেন, ‘রাষ্ট্রপতিকে আহ্বান জানাব আজকের মধ্যে সরকার গঠন করতে। যত দেরি হবে, ততদিন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে তারা ক্লাসে ফিরে যাবে। তাদের পক্ষে তো বছর বছর মাঠে থাকা কিংবা আন্দোলন করা সম্ভব নয়।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

গণঅধিকার পরিষদ টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় নুরুল হক নুর ভিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর