Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদত্যাগ, পালালেন ৩০ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ১৩:২১ | আপডেট: ৭ আগস্ট ২০২৪ ১৩:২৩

ঢাকা: শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের প্রভাব পড়েছে ব্যাংক খাতেও। সরকারের পদত্যাগের পর অফিস খোলার দ্বিতীয় দিনে কর্মকর্তাদের রোষানলে পড়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেছেন। এছাড়া তোপের মুখে ব্যাংক ছেড়ে পালিয়েছেন নানা ধরণের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত প্রায় ৩০ জন কর্মকর্তা।

ডেপুটি গভর্নর ছাইদুর নির্বাহী পরিচালক-১ জাকির হোসেন চৌধুরীর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করেন। এছাড়া পলিসি ও নীতি কমিটির উপদেষ্টা আবু ফরাহ মোহাম্মদ নাসের পদত্যাগ করলেও তাকে দায়িত্বে থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

দেশের ব্যাংক খাতে ধারাবাহিক লুটপাট, অনিয়ম, দখল, খেলাপি ঋণ বুদ্ধিসহ নানা অনৈতিক সুবিধা ও অনিয়মের সহযোগিতা করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও উপদেষ্টাদের বিতাড়িত করেছেন সাধারণ ব্যাংকাররা।

বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তারা প্রথমে আন্দোলন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মকর্তারা ‌‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে অবস্থান নেন।

পালিয়ে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, ব্যাংকের উপদেষ্টা, ডেপুটি গর্ভনর, একাধিক নির্বাহী পরিচালক, পরিচালকসহ অনেকে। এদের বেশিরভাগই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা তাদের কেন্দ্রীয় ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

সকাল থেকেই আন্দোলনকারী কর্মকর্তারা ৩০তলা ভবনের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সারাবাংলা/ জিএস/এমও

কর্মকর্তা ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর