সীমান্ত দিয়ে পলায়ন রোধে তথ্য চায় বিজিবি
৭ আগস্ট ২০২৪ ১১:৫০ | আপডেট: ৭ আগস্ট ২০২৪ ১৬:১৭
ঢাকা: সীমান্ত পথে পালিয়ে যাওয়া ঠেকাতে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রী, অনুগত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পালিয়ে যাওয়া ঠেকাতেই এই সর্তকতা।
বুধবার (৭ আগস্ট) সকালে এক ক্ষুদে বার্তায় বিজিবি’র পক্ষ থেকে বলা হয়, সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন। তথ্য দিতে +8801769-600682 এবং +8801769-620954 এই দু’টি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
গত দু’দিনে আরও অনেক ‘হাই প্রোফাইল’ ব্যক্তিকেই বিমানবন্দর কিংবা স্থলবন্দরে আটকে দেওয়া হয়েছে। দেশ ছাড়তে দেওয়া হয়নি সদ্য সাবেক সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদেরও।
এর আগে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়তে গিয়ে ব্যর্থ হয়েছেন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সদ্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আখাউড়া ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক শ্যামল দত্তকে।
হাছান মাহমুদ ও জুনাইদ আহমেদ পলকের মতো বিমানবন্দর দেশ ছাড়তে ব্যর্থ হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদও দেশ ছাড়তে পারেননি। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হিসাবরক্ষক নিজামুল হুদা।
সারাবাংলা/ইউজে/এমও