Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

শেকৃবি করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ০০:২৮

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বেধে দেওয়া সময়ের আগেই পদত্যাগ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া।

মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৯ টার পর পদত্যাগপত্র জমা দেন তিনি। উপাচার্য কার্যালয় এবং শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেকৃবি রেজিস্ট্রার জানান, উপাচার্য পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র পেয়েছি। পাশাপাশি উপ-উপাচার্য এবং প্রক্টররাও পদত্যাগ করেছেন। প্রো-ভিসিও কিছুক্ষণের মধ্যেই পাঠাবেন বলে জেনেছি।

উল্লেখ্য, এদিন সন্ধ্যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা উপাচার্য সহ-উপ উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র পরামর্শকদেরকে পদত্যাগের জন্য তিন ঘণ্টা সময় বেধে দেন। কিন্তু সময় শেষ হওয়ার আগেই তারা পদত্যাগ করেন।

প্রসঙ্গত, অধ্যাপক শহীদুর রশীদ ভূইয়া গত ২০২০ সালের ১৭ নভেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।

সারাবাংলা/পিটিএম

উপাচার্য পদত্যাগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর