Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির হল খোলা, একাডেমিক কার্যক্রমও শুরুর সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৯:২০ | আপডেট: ৬ আগস্ট ২০২৪ ২২:৪৯

অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা: মঙ্গলবার (৬ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয় ও সকল হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি) প্রশাসন।

সকাল ১১ টায় ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল জরুরি সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক সিন্ডিকেট সদস্য।

কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতের প্রতি সমবেদনা জানিয়ে জরুরি সিন্ডিকেট শুরু করেন সভাপতি উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

সিন্ডিকেট সদস্যরা জানান, আজকের জরুরি সিন্ডিকেটে ৩ টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো আজ থেকে বিশ্ববিদ্যালয় ও সকল হলসমুহ খুলে দেওয়া হবে। দ্বিতীয় সিদ্ধান্ত হলো হলে হলে বৈধ শিক্ষার্থীদেরকে থাকার ব্যবস্থা করা এবং তৃতীয় সিদ্ধান্ত হলো একাডেমিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি শুরু করা।

তবে কবে একাডেমিক কার্যক্রম শুরু হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

সারাবাংলা/ইউজে/একে

কোটা সংস্কার আন্দোলন টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি প্রশাসন হল খোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর