Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গভবনে ১৩ সমন্বয়ক, সঙ্গে আছেন ঢাবির দুই শিক্ষক

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৯:০৪ | আপডেট: ৬ আগস্ট ২০২৪ ২০:০৬

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ১৩ জন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন। ধারণা করা হচ্ছে, নতুন সরকারের রূপরেখার প্রস্তাব দিতেই তাদের প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে শিক্ষার্থীরা বঙ্গভবনে প্রবেশ করেন। এ সময় গাড়ির ভেতরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকেও দেখা যায়। একাধিক সমন্বয়কদের নিয়ে গাড়িটি প্রবেশ করে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এক বার্তায় বলেন, বর্তমান পরিস্থিতি ও অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল ও অধ্যাপক ড. তানজীম উদ্দীন রয়েছেন। আলোচনা শেষে বিস্তারিত জানাব।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) ভোর ৪টার দিকে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হয়।

ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলাম। কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

বঙ্গভবন বৈষম্যবিরোধী আন্দোলন সমন্বয়ক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর