সরকার পতনের দিনে রাজধানীতেই নিহত ৫৬ জন
৬ আগস্ট ২০২৪ ১৬:৫৪
ঢাকা: আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের দিনে সোমবার (৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ, পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিভিন্ন এলাকায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। এছাড়া বাকি ৫৩ জন মারা যান গুলিতে।
সোমবার (৫ আগস্ট) বেলা ১১টা থেকে রাত পর্যন্ত নিহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
নিহতরা হলেন যাত্রাবাড়ীর অজানা (২৭), রাসেল (২৮) যাত্রাবাড়ী, অজানা (২৫), আ. রহমান (২২) কাজলায় তুলারাম কলেজের বিবিএসের শিক্ষার্থী। ঢাকা মেডিকেলের সামনে রাকিব (২২) নামে এক শিক্ষার্থী, ঢাকা মেডিকেলের সামনে যমুনা ব্যাংকের স্টাফ মানিক মিয়া (২৫)।
যাত্রাবাড়ী কুতুবখালীতে সাইফুল ইসলাম তন্ময় (২২) শনির আখড়ায় সৌদিপ্রবাসী আবু ইসহাক (৫২), যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে আজমত মিয়া (৪০), অজ্ঞাত পুরুষ (২৪) যাত্রাবাড়ী, মোহন (২২)যাত্রাবাড়ী, ইয়াসিন (২৪)যাত্রাবাড়ী, শাহিন (২২), যাত্রাবাড়ী, অজ্ঞাত পুরুষ (২৮), যাত্রাবাড়ী, শাকিল (২১) যাত্রাবাড়ী, অজ্ঞাত পুরুষ (৪০),যাত্রাবাড়ী, আব্দুল নুর (৩০) আজকের গোয়েন্দা পত্রিকার রিপোর্টার, যাত্রাবাড়ী, অজ্ঞাত পুরুষ (৩০) যাত্রাবাড়ী, ইসমাইল হোসেন রাব্বি (২২) বাংলামটর, অজ্ঞাত পুরুষ (২৫), বংশাল, অজ্ঞাত পুরুষ (২৮) বংশাল, রনি (১৭) বংশাল, অজ্ঞাত পুরুষ (১৫) যাত্রবাড়ী, অজ্ঞাত পুরুষ (৪৫), যাত্রবাড়ী, হামিদুর রহমান (২২), বংশাল, অজ্ঞাত পুরুষ (২১) নবাবপুর পুলিশ ফাঁড়ি, অজ্ঞাত পুরুষ (৩০) যাত্রাবাড়ী, অজ্ঞাত পুরুষ (২২), যাত্রাবাড়ী, অজ্ঞাত পুরুষ (২৮) যাত্রাবাড়ী, লিটন উদ্দিন (৩২) যাত্রাবাড়ী, অজ্ঞাত পুরুষ (২২) যাত্রাবাড়ী, অজ্ঞাত পুরুষ (২০), যাত্রাবাড়ী, অজ্ঞাত পুরুষ (২০) উত্তর বাড্ডা, শাওন (১৪) যাত্রাবাড়ী, রায়হান (২১), বাড্ডা, অজ্ঞাত পুরুষ (৩০), যাত্রাবাড়ী, অজ্ঞাত পুরুষ (২১) যাত্রাবাড়ী, আব্দুল হান্নান (৫০) যাত্রাবাড়ী অজ্ঞাত পুরুষ (২৩), যাত্রাবাড়ী, মনোয়ার (৫০), অজ্ঞাত পুরুষ (২৮), যাত্রাবাড়ী রোমান(২২) যাত্রাবাড়ী, সাইফুদ্দিন (৬০) বংশাল, অজ্ঞাত পুরুষ (৩২) বাড্ডা, রুবেল (১৮), মিরপুর অজ্ঞাত পুরুষ (৫০) উত্তরা, আসিফ (১৬), গুলশান, অজ্ঞাত পুরুষ (৪০),উত্তরা, অজ্ঞাত পুরুষ (৩২), উত্তরা, অজ্ঞাত পুরুষ (৩৮) উত্তরা।
এ ছাড়া আজ সকালে ডিএমপি ডিবি উত্তর জোনে কর্মরত নিহত পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলামের (৪৪) মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। গাজীপুর শ্রীপুর থেকে আব্দুল আলীম শেখ (৪৪) নামে এক বিজিবি সদস্য ও যাত্রাবাড়ীতে নিহত আনোয়ার হোসেন (৫৭) নামে এক র্যাব সদস্যকে নিয়ে আসা ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত ৫১ জনের মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরমধ্যে একজন পুলিশ সদস্য রয়েছে।
তিনি জানান, ৩৬৭ জন আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। এরমধ্যে ৫১ জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সবাই গুলিবিদ্ধ।
সারাবাংলা/এসএসআর/একে