বিমানবাহিনীর হেফাজতে জুনায়েদ আহমেদ পলক
সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৬:৪৭ | আপডেট: ৬ আগস্ট ২০২৪ ১৭:২৬
৬ আগস্ট ২০২৪ ১৬:৪৭ | আপডেট: ৬ আগস্ট ২০২৪ ১৭:২৬
ঢাকা: সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হেফাজতে নিয়েছে বিমান বাহিনীর সদস্যরা। বিমানবাহিনীর একজন ক্যাপ্টেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পলক ইমিগ্রেশন বসেছিলেন। এ সময় বিমানের সাধারণ কর্মচারীরা তার সঙ্গে চিৎকার শুরু করেন। এরপর বিমানের কর্মকর্তারা সেখানে গিয়ে বলেন, আপনি ইমিগ্রেশন পার হয়ে যেতে পারবেন না। এরপর তাকে বিমানবাহিনীর তত্ত্বাবধানে আটক রাখা হয়।
এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/ইউজে/একে