পুলিশ সদস্যদের কাজে ফেরার আহ্বান অতিরিক্ত আইজিপি’র
৬ আগস্ট ২০২৪ ১৬:৫৯
ঢাকা: পুলিশ সদস্যদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন পুলিশ হেড কোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, ‘আপাতত চেইন অব কমান্ড মেনে সারাদেশে পুলিশ সদস্যরা কাজ করতে চায়।’ দেশের সব পুলিশ সুপার ও ডিআইজিরা যেন তার সঙ্গে যোগাযোগ করেন সেই আহ্বানও জানান তিনি।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রমনায় পুলিশ অফিসার্স মেসে চাকরিচ্যুত ও কর্মরত পুলিশ কর্মকর্তাদের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি বলেন, ‘সবার আগে থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা দরকার। এরপর রিফর্ম করা। জনরোষ ঠেকাতে পুলিশকে অনেকভাবে ঢেলে সাজাতে হবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ না থাকলে স্বাধীনতার সবকিছু ফিকে হয়ে যাবে। নিম্ন লেভেলের পুলিশ সদস্যরা জনরোষের শিকার হচ্ছে পোশাকের কারনে। সবাই খারাপ না, ৮০ ভাগ ভালো। ২০ ভাগের কারণে আজ পুলিশ এ অবস্থায় পৌঁছেছে। এদের কেউ মারবেন না, এরা আপনাদেরই ভাই-বোন-সন্তান। এদের কোনো দোষ নেই।’
তিনি এসময় ছাত্র সমাজ ও রাজনীতিক নেতাদের সহায়তাও কামনা করেন।
সারাবাংলা/ইউজে/এমও