তাড়াহুড়োয় সচিবালয় ছাড়ছেন কর্মকর্তা-কর্মচারীরা
৬ আগস্ট ২০২৪ ১৪:৫৭ | আপডেট: ৬ আগস্ট ২০২৪ ১৬:৩৮
ঢাকা: সহিংসতার আশংকায় তাড়াহুড়ো করে সচিবালয় থেকে বের হয়ে গেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার কিছু আগে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা বের হতে শুরু করেন। সবাই একসঙ্গে বের হতে গিয়ে সচিবালয়ের ভেতরে ও গেটেও যানজটের সৃষ্টি হয়।
এর আগে, সকাল সাড়ে আটটা থেকে সচিবালয়ে প্রবেশ করতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। কেউ কেউ হাজিরা দিয়েই বেরিয়ে গেছেন। আবার কেউ কেউ অবস্থান করছিলেন নিজ অফিসেই। তবে পুরো সচিবালয় এলাকা সকাল থেকেই ছিলো থমথমে। কর্মকর্তা- কর্মচারীদের উপস্থিতিও ছিলো কম।
এদিন সচিবদের মধ্যে অনেকেই অফিস করেননি। যারা এসেছিলেন তারাও হাজির হয়েই বেরিয়ে গেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায়, সচিবালায় থেকে বের হয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের কোনো গেটেই নিরাপত্তা ব্যবস্থা ছিলো না।
এর আগে, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে চলে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘট। সেই আশংকা ছিলো সচিবালয়েও। সেজন্য দুপুর গড়াতেই কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ অফিস ত্যাগ করেছেন।
সারাবাংলা/জেআর/এমও