Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কেন্দ্রীয় কারাগারে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১১:৩৭

কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার [ফাইল ছবি]

ঢাকা: কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্দী ছাত্ররা কারাগারের ভেতর থেকে বের হওয়ার জন্য মূল ফটক ভাঙ্গার চেষ্ঠা চালিয়েছে। পরে সেনাবাহিনী গিয়ে ফাঁকা গুলি করলে পরিস্থিতি শান্ত হয়। এক পর্যায়ে পুরো কারাগার নিয়ন্ত্রণে আনে কারা প্রশাসমন।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ ছিল। তাদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা চালুর জন্য টিকেট কাটাও সম্পন্ন করা হয়। এরমধ্যেই ছাত্র ও অন্য বন্দীরা মিলে গেইট ভাঙ্গতে চেষ্টা করে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা প্রচুর ফাঁকা গুলি চালায়। পরে তারা শান্ত হয়।

ওই কর্মকর্তা আরও জানান, সকল বন্দীদের ওয়ার্ড-সেলে বন্দী করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত। এ ছাড়া, কারাগারের অফিস ভবনের ছাদে টহল দিচ্ছে সেনা সদস্যরা।

সারাবাংলা/ইউজে/ইআ

টপ নিউজ ঢাকা কেন্দ্রীয় কারাগার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর