পুলিশ সদর দফতর ও ডিএসসিসি ভবনে আগুন
৫ আগস্ট ২০২৪ ২২:০৮ | আপডেট: ৫ আগস্ট ২০২৪ ২২:২৭
ঢাকা: রাজধানীর গুলিস্তানে পুলিশ সদর দফতর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কয়েকশ ব্যক্তি আকস্মিকভাবে পুলিশের প্রধান কার্যালয়ে হামলা চালান।
এসময় লাঠি-সোটা হাতে প্রথমে তারা কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এরপর বিভিন্ন ভবনে ভাঙচুর শুরু করে।
পুলিশ কর্মকর্তাদের অনেকেই তখন ভবনের ভেতরে অবস্থান করছিলেন। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর তারা যে যার মতো করে বেরিয়ে যান।
হামলায় পুলিশ সদর দফতরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি।
এছাড়া হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি।
পুলিশ সদর দফতর সূত্র জানিয়েছে, ভবনে আগুন লাগার সময় সেখানে আইজিপি আব্দুল্লাহ আল-মামুন কিংবা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ছিলেন না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লংমার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে পরিস্থিতি অবনতির দিকে চলে যায়। এরইমধ্যে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের পরপরই তিনি দেশ ছেড়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে বিকেলের পর ঢাকার যাত্রাবাড়ী, উত্তরা, ভাটারা ছাড়াও চট্টগ্রাম, বগুড়া, সিলেটসহ অনেক জেলায় থানায় পুলিশের ওপর হামলা হয়েছে। বেশকিছু জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানা যাচ্ছে।
সারাবাংলা/ইউজে/একে