রাঙ্গামাটিতে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর ও আ.লীগ কার্যালয়ে আগুন
৫ আগস্ট ২০২৪ ২১:৩৩ | আপডেট: ৬ আগস্ট ২০২৪ ০৩:৪২
রাঙ্গামাটি: কোটা সংস্কার আন্দোলনকারীদের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রাঙ্গামাটিতে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা। এতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখা গেছে।
আনন্দ মিছিল থেকে রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্র বনরূপায় অবস্থিত ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এছাড়াও সন্ধ্যার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
এদিন পৌর আওয়ামী লীগ সভাপতি মো. সোলায়মানের মালিকানাধীন নিডস্ হিল ভিউ আবাসিক হোটেলে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে।
হামলার চেষ্টা করা হয়েছে রাঙ্গামাটি পৌরসভার মেয়র ও জেলা যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরীর হ্যাপির মোড় এলাকার বাসভবনে। তবে এসময় কয়েকজন হামলাকারীদের নিবৃত্ত করেন। ইট পাটকেল ছোঁড়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রেস্ট হাইজেও।
এদিকে, সেনাপ্রধানের ঘোষণার পর থেকেই রাস্তায় নেমে পড়ে বিভিন্ন স্তরের মানুষ। জেলা শহরের রিজার্ভবাজার, বনরূপা, ভেদভেদীসহ গুরুত্বপূর্ণ এলাকায় আনন্দ মিছিল বের করা হয়। রাঙ্গামাটির উপজেলা গুলোতেও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।
দুপুর দুইটার দিকেও রাঙ্গামাটি জেলা শহরের বনরূপায় পুলিশ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের দেখা গেলেও কিছুক্ষণ পর তারাও সেখান থেকে চলে যান। পুরো সড়ক জনসাধারণের দখলে রয়েছে। বিকেলে রাঙ্গামাটি শহরে সীমিত পরিসরে অভ্যন্তরীণ একমাত্র যোগাযোগ মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সফল হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ ও অভিবাদন জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসা বিকেলে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজকের গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে জনগণই হলেন আসল শক্তি এবং তারাই ইতিহাসের নায়ক। কোন স্বৈরাচার ও ফ্যাসিস্ট অপশক্তি যতই দম্ভ করুক, তাদেরকে যতই শক্তিশালী মনে হোক, ঐক্যবদ্ধ জনগণের কাছে তারা কখনই টিকতে পারে না, একবার প্রবল গণ জোয়ার সৃষ্টি হলে তারা খড়কুটোর মতো ভেসে যায়।’
ইউপিডিএফ নেতা সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ভয়ভীতিমুক্ত সমৃদ্ধ ও প্রকৃত গণতান্ত্রিক দেশ গড়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
প্রসিত বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই যেখানে সকল জাতিসত্তা তাদের স্ব স্ব জাতীয় অস্তিত্ব, পরিচিতি ও অধিকার নিয়ে দেশের কল্যাণে কাজ করতে সক্ষম হবে। ইউপিডিএফ এমন একটি রাষ্ট্র নির্মাণে অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে।’
সারাবাংলা/এনইউ