Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুট হয়েছে প্রধানমন্ত্রীর হাঁস-মুরগি-মাছ-জামদানি শাড়িও

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৪ ২১:১৫ | আপডেট: ৫ আগস্ট ২০২৪ ২৩:১৪

গণভবনে মুরগি হাতে এক যুবক

ঢাকা: প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা নিয়েছেন শেখ হাসিনা- এই খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলে দলে আসতে থাকতেন ছাত্র-উৎসুক জনতা। বিকেল ৩টা থেকে জনতার ঢেউ-পদযাত্রা ছিল গণভবনমুখী। এই ঢেউ ছুঁয়ে যায় রাজধানীর শ্যামলী মোড়, মোহাম্মদপুরের শিয়া মসজিদ, এদিকে জাতীয় সংসদ ভবনের পেছন লাগোয়া বিজয়সরণী সংযোগ সড়ক এলাকায়, ভিড় ছিল মানিক মিয়া এভিনিউ এলাকাতেও।

এরইমধ্যে দেখা যায়, কেউ কেউ গণভবন থেকে ফিরতে শুরু করেছেন। কারও হাতে গণভবনের খাবার প্লেট, থালাবাটি, পানির ফিল্টার, কারও হাতে ফুলের টব। কেউ ধরাধরি করে নিয়ে যাচ্ছেন ফ্রিজ, এয়ারকন্ডিশনার, এয়ারকুলার প্রভৃতি।

বিজ্ঞাপন
গণভবন থেকে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাঙ্ক

গণভবন থেকে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাঙ্ক

গণভবনের সামনের নিরাপত্তা দেয়ালের একাধিক জায়গায় ভাঙা। সেখানকার ইট খুলে করা হয়েছে একাধিক পকেট গেট। সেই পকেট গেট দিয়েই বের হচ্ছে দলে দলে ঢুকছেন নারী-পুরুষ। কেউবা বের হচ্ছেন গণভবন ঘোরা শেষে। যারা পকেট গেট দিয়ে ভেতরে ঢুকতে পারেননি তারা ঢুকে পড়েন বাউন্ডারি ওয়াল টপকিয়ে।

গণভবনের ভেতরে ঢুকতেই প্রধান ফটকে দেখা যায়, তছনছ অবস্থায় পড়ে আছে একাধিক ফুলের টব। ক্ষতিগ্রস্ত হয়েছে শেখ হাসিনার কৃষি খামার। লাল সবজির ক্ষেত, বেগুন গাছ, পটল, ঢেড়শ, ফুল কপি, পাতা কপির ক্ষেত বিধ্বস্ত পদভারে।

এর কিছুদূর গিয়ে চোখে পড়ল কেউবা লুট করেছেন গণভবনের সোফা, চেয়ার, কম্পিউটার টেবিল প্রভৃতি। এর কিছু দূরে এক লোক পাখির ৩ বস্তা খাবার বাগিয়ে নিয়েছেন। তিনিও অপেক্ষায় বের হওয়ার। কিন্তু আগ্রহী জনতার ভিড়ে বের হওয়ার সুযোগ মিলছে না তার।

বিজ্ঞাপন

যে যা পেরেছেন লুট করেছেন গণভবন। লুটের তালিকা থেকে বাদ যায়নি প্রধানমন্ত্রীর রাজহাঁস, দেশি মুরগি, বোয়াল মাছ, খরগোশ, কবুতর, ঘুঘুও।

গণভবনের সামনে আহত এক দেশি মুরগি নিয়ে অপেক্ষা করছেন মিরপুরের এক বাসিন্দা ইসমাইল। তিনি থাকেন মেসে। সেখানে মুরগি পোষার সুযোগ নেই। তাই তিনি বাগে পাওয়া মুরগিকে জবাই করার ইচ্ছা প্রকাশ করেন। পাশে থাকা এক ব্যক্তি বলেন, মুরগিটাকে আমাকে দিয়ে দিন। আমি বাসায় মুরগি পুষি।

লুট হওয়া মুরগি-কবুতর

লুট হওয়া মুরগি-কবুতর

গণভবন থেকে পাওয়া মুরগি বিক্রি করতে রাজি হননি তিনি। এরইমধ্যে চোখে পড়ে সবুজ নামে এক ব্যক্তিকে। তার কোলে একটা নাদুসনুদুস একটি খরগোশ। তিনি খরগোশটি কোলে নিয়ে রওয়ানা দিয়েছেন বাসার দিকে।

মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের বাসিন্দা ইলেকট্রিক মিস্ত্রি জাহিদুর রহমানের হাতে টবসহ একটি ফুলের চারা। তিনি জানালেন, প্রধানমন্ত্রীর স্মৃতি হিসেবে এটি বাসাতে রেখে দেবেন।

রাজধানীর রেসিডেন্সিয়াল কলেজের সামনে দেখা যায়, রিকশায় একজন বড়সড় বোয়াল মাছ নিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। মানুষের উৎসুক চোখ বোয়াল মাছটির দিকে। বোয়াল মাছ হাতে নেওয়া লোকটি জানালেন, গণভবনের রান্নাঘর থেকে পেয়েছেন তিনি।

যে যা পারছে লুটতরাজ করে ফিরছেন গণভবন থেকে। এক যুবকের হাতে মিলল শেখ হাসিনা রচনাসমগ্রের একাধিক কপি। পাশের এক তরুণ বলল, ভাই আমাকে একটা বই দেবেন? ওই যুবকের উত্তর- ‘না ভাই। কিছুই দেব না।’

এরই মাঝে চোখে পড়ল মিরপুর মাজার রোড এলাকার বাসিন্দা ইদ্রিসের। তিনি গণভবনের লেক থেকে ধরেছেন একটি রাজহাঁস। কী করবেন জিজ্ঞাসা করতেই বললেন, বাসায় রেখে দেব ভাই। পুষতে চাই।

রান্নাঘর থেকে পেয়েছেন বোয়াল মাছ

রান্নাঘর থেকে পেয়েছেন বোয়াল মাছ

এদিকে রেসিডেন্সিয়াল কলেজের বাউন্ডারি ওয়াল সংলগ্ন রাস্তার ডিভাইডারে দাঁড়িয়ে উচ্ছ্বসিত কণ্ঠে একজন জানালেন, জামদানি শাড়ি পাইছি ভাই। শাড়ি পাইছি।

কেউবা হাতে নিয়ে ফিরছেন তোশক, ম্যাট্রেস, আয়না। কারও হাতে লোহা-লক্কড়। এভাবেই গণভবন থেকে লুট হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিজড়িত সবকিছু।

সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েন অসংখ্য মানুষ। কেউ কেউ গণভবনের মাঠে জামায়াতে নামাজ পড়া শুরু করেন, কেউ দেন সিজদা।

সোমবার বেলা আড়াইটায় গণভবন ছাড়ার পর এভাবেই লুটপাট চলে সেখানে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামদানি শাড়ি হাতে এক যুবক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামদানি শাড়ি হাতে এক যুবক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা।

সোমবার (৫ আগস্ট) বিকেলের দিকে উল্লাস করতে করতে গণভবনের ভেতরে ঢুকে পড়েন উৎসুক জনতা।

এদিকে, শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়ে বিভিন্ন সূত্র বলছে, সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে করে বোনকে নিয়ে ভারতের পথে রওয়ানা দেন শেখ হাসিনা।

তছনছ হয়েছে গণভবনের কৃষিক্ষেত

তছনছ হয়েছে গণভবনের কৃষিক্ষেত

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তবে তিনি সে সুযোগ পাননি।

দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রোড টু মার্চ’ কর্মসূচির মধ্যেই দেশ ছাড়েন সরকারপ্রধান শেখ হাসিনা। আন্দোলনকারীরা সবশেষ শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সোমবার এই কর্মসূচি ঘোষণা করেছিলেন। কোটা সংস্কার আন্দোলন এক মাসের ঘটনাপ্রবাহে গত শনিবার (৩ আগস্ট) সরকারপ্রধান শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।

অগ্নিসংযোগের ঘটনা ঘটে গণভবনেরও মাঠে

অগ্নিসংযোগের ঘটনা ঘটে গণভবনেরও মাঠে

এরপর গতকাল রোববার (৪ আগস্ট) আন্দোলনকারীরা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালন করেন। এ দিন সারা দেশে নানামুখী সংঘর্ষে ১৪ পুলিশ সদস্যসহ প্রায় একশ মানুষ মারা যান। তার আগে ১৮ ও ১৯ জুলাইয়ের সহিংসতায় সরকারি হিসেবে মারা যান দেড়শ মানুষ। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে এই সংখ্যা দুই শতাধিক।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ আওয়ামী সরকার গণভবন টপ নিউজ পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর