দেশবাসীকে শান্ত থাকার আহ্বান ফখরুলের
স্পেশাল করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৪ ১৮:২৮ | আপডেট: ৫ আগস্ট ২০২৪ ২১:৫১
৫ আগস্ট ২০২৪ ১৮:২৮ | আপডেট: ৫ আগস্ট ২০২৪ ২১:৫১
ঢাকা: পরিবর্তিতে পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান। সোমবার (৫ আগস্ট) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। বৈঠকে বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অংশ নেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের পর তাঁর ভাষণে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানান সেনা প্রধান। ভাষণে তিনি অন্তর্র্বতী সরকার গঠনের ঘোষণা দিয়ে বলেছেন, সব হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করব।
সারাবাংলা/এজেড/ইআ