‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের গুলিতে ছাত্রসহ নিহত ৯
৫ আগস্ট ২০২৪ ১৫:০০ | আপডেট: ৫ আগস্ট ২০২৪ ১৯:১৪
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে আসার পথে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে গুলিবিদ্ধ হয়ে ৯ জন নিহত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই নিহতের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহতরা হলেন- যাত্রবাড়ী এলাকায় রাসেল (২৮), সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হোসেন (২৪), তুলারাম কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান (২২), অজ্ঞাত (২৭), সাইফুল ইসলাম তন্ময় (২২), প্রবাসী আবু ইসহাক (৫২) ও আজমত মিয়া (৪০) এবং ঢাকা মেডিকেল নতুন ভবনের সামনে যমুনা ব্যাংকের স্টাফ মানিক মিয়া (২৭) ও অজ্ঞাত (২৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত ৯ জন মারা গেছেন। এছাড়া ৭৮ জন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে ৯ জনকে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই গুলিবিদ্ধ।
সারাবাংলা/এসএসআর/এমও