Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলায় আহত মানিকগঞ্জ জেলা আ.লীগ নেতা টিপুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৪ ১০:৩১

মানিকগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হামলায় নিহত হয়েছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু। গুরুতর অবস্থায় তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে স্থানান্তরিত করা হলে রোববার (৪ আগস্ট) রাত দেড়টার দিকে তিনি মারা যান।

টিপু মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি, বিসিবির পরিচালক এ এম নাইমুর রহমান দুর্জয়ের চাচা।

রোববার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের হামলায় তিনি গুরুতর আহত হয়। এসময় তাৎক্ষণিক তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দীন জানান, তার অবস্থা সংকটাপন্ন হলে বিকেলেই তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

নিহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টিপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা সাবেক এমপি দুর্জয়। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি পালনসহ কালো ব্যাচ ধারণ করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এমও

মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর