Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের মানিকগঞ্জ গ্রিড বন্ধ, অন্ধকারে কয়েক লাখ গ্রাহক

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৪ ১০:২৫ | আপডেট: ৫ আগস্ট ২০২৪ ১৮:২৫

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে অসহযোগ আন্দোলনে সৃষ্ট সহিংসতায় মানিকগঞ্জ গ্রিড বন্ধ রয়েছে। ফলে এই এলাকার কয়েক লাখ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

রোববার (৪ আগস্ট) দিবাগত রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাভারের কবিরপুর এলাকার কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। যে কার‌ণে ১৩২ কেভি সঞ্চালন লাইন ট্রিপ করে মানিকগঞ্জ গ্রিড বন্ধ হয়ে যায়। ফলে মা‌নিকগঞ্জ শহরসহ আশপাশের এলাকার গ্রাহকরা বিদ‌্যুৎবিহীন আছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

সারাবাংলা/জেআর/এমও

মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর