Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজার আরও দুই স্কুলে ইসরাইলি হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
৫ আগস্ট ২০২৪ ১০:৩১ | আপডেট: ৫ আগস্ট ২০২৪ ১৮:৩৩

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি স্কুলে ফের ইসরাইলি হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা শহরের পশ্চিমে হাসান সালামা এবং আল-নাসর স্কুলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। স্কুল দুটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।

মাহমুদ বাসাল দুটি স্কুলের দৃশ্যকে দুঃখজনক বলে অভিহিত করে বলেন, গাজা শহরে আর নিরাপদ স্থান নেই এবং (ইসরাইলি) বাহিনী পবিত্র এসব স্থানকে সম্মান করে না।

ফিলিস্তিনের সরকারি সংবাদসংস্থা ও হামাসের মিডিয়া জানিয়েছে, গাজার বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত দুটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে, শনিবার (৩ আগস্ট) গাজার শেখ রাদওয়ান পাড়ায় একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ১৭ জন নিহত এবং ৬০ জন আহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ছিল। এছাড়া, হামলার শিকার ওই স্কুলটিতেও ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।

তার আগে, বৃহস্পতিবার (১ আগস্ট) গাজার শুজাইয়া এলাকার একটি স্কুলে হামলা চালায় ইসরাইল। হামলার শিকার ওই স্কুলটিতে অন্তত ১৫ আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থী নিহত হন।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

সারাবাংলা/ইআ

অবরুদ্ধ গাজা ইসরাইলি হামলা টপ নিউজ স্কুলে হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর