Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটকীয়তার পর অলিম্পিকের দ্রুততম মানব লাইলস

স্পোর্টস ডেস্ক
৫ আগস্ট ২০২৪ ১০:১২

অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের একটি ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট। প্যারিস অলিম্পিকের এই ইভেন্টে দেখা গেল চরম নাটকীয়তা। ০.০০৫ সেকেন্ডের ব্যবধানে জ্যামাইকার কিশানে ট্মপসনকে হারিয়ে অলিম্পিকের সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস।

১০০ মিটার দৌড় শেষ হয়েছে ৯.৭৯ সেকেন্ডে। তবে আসল নাটক বাকি ছিল এরপরেই। স্ক্রিনে ভেসে উঠল, দৌড় শেষে লাইলস-ট্মপসন দুজনেরই টাইমিং সমানে সমান! তাহলে সোনা জিতলেন কে?

বিজ্ঞাপন

এরপর সূক্ষ্ম ক্যামেরার সাহায্য নিয়ে নির্বাচিত করা হলো বিজয়ীকে। সেখানে বেশ কয়েকবার রিপ্লে দেখার পর দেওয়ার হলো সিদ্ধান্ত। ০.০০৫ সেকেন্ডের ব্যবধানে এগিয়ে থেকে সোনা জিতে উল্লাসে ভাসলেন লাইলস। ২০০৪ সালের পর এই ইভেন্টে সোনা জয়ের স্বাদ পেল যুক্তরাষ্ট্র।

৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি।

সারাবাংলা/এফএম

প্যারিস অলিম্পিক ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর