অসহযোগ আন্দোলন: প্রথম দিনে ১৪ পুলিশ নিহত
সিনিয়র করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৪ ১৯:১৪ | আপডেট: ৫ আগস্ট ২০২৪ ০০:০২
৪ আগস্ট ২০২৪ ১৯:১৪ | আপডেট: ৫ আগস্ট ২০২৪ ০০:০২
ঢাকা: কোটা বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দেশের দুই জেলায় ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
রোববার (৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় পুলিশ সদর দফতরের মিডিয়া শাখা থাকা পাঠানো এক ক্ষুদে বার্তায় ১৪ পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বার্তায় বলা হয়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করেছে।
অন্যদিকে, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
এ সব তথ্য স্ক্রল হিসেবে চালানোর জন্য পুলিশের মিডিয়া শাখার পক্ষ থেকে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/পিটিএম