Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে শিক্ষার্থী, আ. লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৪ ১২:৪০ | আপডেট: ৪ আগস্ট ২০২৪ ১৪:৩৯

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধসহ আহত অন্তত ৫০ জন। তবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১০ টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০ টার দিকে মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দিতে যায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। দফায় দফায় বিস্ফোরণ হয় কয়েকটি ককটেল। আগুন দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। এ সময় বেশ কয়েকজন ছাত্রকে মারধর করা হয়। পুলিশ নিয়ন্ত্রণে গেলে তারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। দুপুর সোয়া ১২টা পর্যন্ত এই পরিস্থিতি চলমান আছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে বারবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

সারাবাংলা/ইআ

টপ নিউজ নিহত ২ মুন্সিগঞ্জে সংঘর্ষ