Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে জমায়েত হচ্ছে আওয়ামী লীগ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৪ ১১:৫৩

ঢাকা: পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (৪ আগস্ট) রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চক্করে জমায়েত হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সকাল সাগে ১০টা থেকেই মিরপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জমায়েত হচ্ছেন। এরইমধ্যে রূপনগর, পল্লবী, মিরপুর-১, ২, ১৩, ১৪সহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসেন। সেখানে তারা একদফা দাবিতে আন্দোলনে থাকা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় সংসদ সদস্য মাইনুল হাসান নিখিলকে দেখা গেছে।

এদিকে সকালে যানবাহন চললেও সকাল ১১টা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধীরা গলির দিকে বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন। তবে তাদের দেখা মাত্রই ধাওয়া দিচ্ছে আওয়ামীলীগের নেকাকর্মীরা। তবে আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি খুব বেশি চোখে পড়েনি।

সারাবাংলা/জেজে/একে

আওয়ামী লীগ আন্দোলন টপ নিউজ মিরপুর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর