এক দফার সমর্থনে আইনজীবীদের বিক্ষোভ
৪ আগস্ট ২০২৪ ১১:৪৩ | আপডেট: ৪ আগস্ট ২০২৪ ১৩:১৩
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সরকার পদত্যাগের এক দফা দাবির সমর্থনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ করছেন আইনজীবীরা। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী ও সরকারের পদত্যাগের দাবিতে নানান স্লোগান দিচ্ছেন আইনজীবীরা।
রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল ও সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্ব এ বিক্ষোভ শুরু হয়েছে।
বিক্ষোভ থেকে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা সরকার পদত্যাগের এক দফার সমর্থনে এখান থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবে যাব। সেখানে এক দফা কর্মসূচির সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করব।
এর আগে, শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পদত্যাগের এক দফা কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সারাবাংলা/কেআইএফ/ইআ